সিলেটে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় পুলিশ ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত মালপত্রও উদ্ধার করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ওসমানীনগর থানার রবিদাস গ্রামের শানুর শাহ (২৯), মাটিহানী গ্রামের রলেক মিয়া (৪০) ও দিলশাদ আহমেদ রাজু (৩৪), ভাড়েরার আবদুল মজিদ (২৪), ফতেহপুর গুপ্তপাড়ার সুফিয়ান আহমেদ (২৬) এবং মোগলাবাজার থানার সাইদুর রহমান সাদী (২১)।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান ডাকাতির শিকার হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে রাতেই অভিযান চালিয়ে লুন্ঠিত মালামালসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।