English

26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

কুড়িগ্রামের উলিপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় বিআরডিবি কর্মচারি আটক

- Advertisements -

কুড়িগ্রামের উলিপুরে নারীসহ অসামাজিক অবস্থায় বিআরডিবির এক কর্মচারিকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের কোয়াটারে তাদের দুজনকে আটক করা হয়। আটককৃত কর্মচারির নাম জাহিদ হাসান ডালিম। তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উলিপুর কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত রয়েছেন। এ ঘটনা জানাজানি হলে উপজেলা পরিষদ চত্বর ও  আশপাশের এলাকায় জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, জাহিদ হাসান ডালিমের সাথে ওই নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই কর্মকর্তা ডালিমের স্ত্রী বাসায় না থাকার সুযোগে রবিবার দুপুরে ওই নারীকে উপজেলা চত্বররের সরকারি কোয়াটারের ভাড়া বাসায় নিয়ে আসেন তিনি। এরপর তারা নির্জন বাসাটিতে দীর্ঘক্ষন অবস্থান করায় আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে লোকজন বাসার ভেতর গিয়ে তাদের দুজনকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দেখতে পান। পরে ওই বাসার সামনে উৎসুক জনতা ভিড় করতে থাকেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন। সেইসাথে ওই নারীর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে ডালিমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা বিআরডিবি কর্মকর্তাকে নির্দেশ দেন। এ ব্যাপারে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন মিয়া বলেন, এ বিষয়ে তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার বলেন, এ ঘটনায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0ru7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন