English

25.9 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

গাইবান্ধার খোলাহাটিতে সাবেক স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রীসহ বর্তমান স্বামী আটক

- Advertisements -

গাইবান্ধার খোলাহাটিতে সাবেক শ্বশুর বাড়িতে পিটিয়ে হত্যা করা হয়েছে সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তিকে। এই ঘটনা ঘটেছে গতকাল বুধবার (১৭ মার্চ) গভীর রাতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়িগ্রামে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্ত্রী শিউলী বেগম ও তার বর্তমান স্বামীকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন, গাইবান্ধা শহরের সরকারপাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে সাখাওয়াত হোসেনের সঙ্গে দু’বছর আগে আনালেরতাড়ি গ্রামের সৈয়দ আলীর মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়।

বিয়ের পর থেকে দু’জনের মধ্যে মনোমালিন্য হওয়ায় দু’জনের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর শিউলি বেগমের সঙ্গে একই গ্রামের বায়োজিত ইসলামের দ্বিতীয় বিয়ে হয়।

শিউলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও দু’জনের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার রাতে সাখাওয়াত তার তালাকপ্রাপ্ত স্ত্রী শিউলীর সঙ্গে গোপনে দেখা করতে যায়।

এসময় ঘরে থাকা শিউলীর স্বামী বায়োজিদ ইসলাম ও তার স্বজনরা ঘটনা টের পেয়ে ডাকাত এসেছে বলে চিৎকার করে গ্রামবাসীকে খবর দেয়। গ্রামবাসী বিক্ষুদ্ধ হয়ে লাঠি নিয়ে সাখাওয়াতকে মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানা এএসআই নুরুজ্জামান বলেন, সকালে ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/aa9f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন