English

24 C
Dhaka
সোমবার, নভেম্বর ৩, ২০২৫
- Advertisement -

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

- Advertisements -

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি করে পালানোর সময় চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে। গত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মাঝার এলাকার একটি বাড়ীর গোয়াল থেকে সংঘব্ধ একটি চোরের দল চুরি করা গরু নিয়ে পিকআপ যোগে পালানোর সময় গ্রামের লোকজন তাদের পিছনে ধাওয়া করে।

এসময় নাসিরাবাদ নামক স্থানে স্থানীয়দের বাধার মুখে পড়ে পিকআপটি। একটি পর্যয়ে পিকআপ টি গরু সহ পালিয়ে গেলেও ৩ গরু চোর পুকুরে ঝাপঁ দেয়। পুকুর থেকে তুলে বিক্ষুব্ধ জনতা তাদের বেধরক পিটুনি দিলেগণ পিটুনি দিলে ঘটনাস্থলেই ২জন নিহত হয়।

এছাড়াও আহত একজনকে হাপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত ব্যক্তিরা বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে ধারণা করলেও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষযটি নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে মাঝারএলাকার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে পালানোর সময় উপজেলার নাসিরাবাদে আটকা পরে এসময় স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুইজন ও হাসাপাতালে ১ জন মারা যায়। তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া নেয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0hpo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন