গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের আশপাশের এলাকার কাশবন ও টং দোকানে অভিযান চালিয়ে ২১ কিশোর-কিশোরীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৫ কিশোরকে ৯ হাজার ৪৩৯ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।
এ বিষয়ে ইসমত আরা জানান, ধর্ষণ ও যৌন হয়রানি রোধে কাপাসিয়ার বিনোদন কেন্দ্র ও হোটেল-মোটেলে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে উপজেলা শহরে কয়েকটি দোকান ও কাশবনে অভিযান চালানো হয়। এ সময় আপত্তিকর অবস্থায় ছবি উঠানো ও আড্ডা দেওয়া অবস্থায় ১৫ জন কিশোর ও ৬ জন কিশোরীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ কিশোরকে ৯ হাজার ৪৩৯ টাকা জরিমানা এবং কিশোরীদের অভিভাকদের হাজির করে সতর্ক করার পর মুচলেকা নিয়ে তাদের হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ক্যামেরা জব্দ করা হয়েছে। তাদের সকলের বয়স ১৫ বছর থেকে ১৮ বছরের মধ্যে বলে জানান কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gkqg
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন