English

24 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪
- Advertisement -

‘গোপন বৈঠক থেকে’ জামায়াতের ৫ নারী কর্মী আটক

- Advertisements -
Advertisements

মেহেরপুরের মুজিবনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর ৫ নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আনন্দবাস গ্রামের আসাদুল ময়রার বাড়িতে বৈঠককালীন তাদের আটক করা হয়।

Advertisements

আটকরা হলেন- উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের তাছাবউদ্দীনের স্ত্রী কহিনুর বেগম (৪৫), আরিফুল ইসলামের স্ত্রী শারমিনা খাতুন (২২), আবু বক্করের স্ত্রী রওশনারা খাতুন (৪৬), জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী পারভিনা খাতুন (৩৪) এবং আশাদুল হকের স্ত্রী সখিসোনা (৪০)।

এ সময় তাদের কাছ থেকে আল্লাহর পথে জিহাদ, মুসলমানদের দৈনন্দিন জীবন, ইসলাম ও জাহিলিয়াতের চিরন্তন দ্বন্দ্ব, আখিরাতের প্রস্তুতি, আল্লাহর নৈকট্য লাভের উপায়, ঈমানের হকিকত, আমিরে জামায়াতের আহ্বান, সফল জীবনের পরিচয়, পর্দার বিধান, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য, তাফহীমুল কুরআনসহ ১৮টি বই জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, নাশকতার পরিকল্পনা নিয়ে জামায়াতের এসব নারী কর্মীরা বৈঠক করছিল। খবর পেয়ে বৈঠক থেকে তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন