গোপন বৈঠক চলাকালে জয়পুরহাটের কালাইয়ে জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন বৈঠকের সময় কালাই পৌর শহরের আব্দুস সামাদ তালুকদার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
আটককৃতরা হলেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির মাওলানা ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়, কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর নূরুজ্জামান সরকার।
ওসি সেলিম মালিক বলেন, সোমবার সন্ধ্যায় কালাই পৌর শহরের আব্দুস সামাদ তালুকদার মার্কেট এলাকায় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ জামায়াত নেতারা গোপন বৈঠকে বসেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওসি আরো বলেন, পুলিশের ধারণা করছে তারা নাশকতামূলক কাজ করতে ওই বৈঠকে বসেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hgy1
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন