English

26.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক কুখ্যাত ডাকাত ফজলু গ্রেফতার

- Advertisements -

মোঃ বদরুল আলম,গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত, সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ সেপ্টম্বর রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এক চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, পরোয়ানাভুক্ত পলাতক আসামী ০৮ নং ভাদেশ্বর ইউপির অন্তর্গত পশ্চিমভাগ সাকিনস্থ আখমল আলীর ছেলে মোল্লা ফজলুকে তাহার নিজ বাড়ি হইতে গ্রেফতার করা হয়েছে, উক্ত আসামীর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

তাহার বাড়ি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত ওই গ্রামের আখমল আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত মোল্লা ফজলু আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nge4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন