English

32 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
- Advertisement -

ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

- Advertisements -

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ খলিল নামে এক শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisements

মঙ্গলবার (১১ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ আদেশ দেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোহাম্মদ মখলেচুর রহমান।

এদিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে তার উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisements

মামলার অভিযোগ থেকে জানা হয়, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঘুমন্ত অবস্থায় পুত্রবধূকে ধর্ষণ করেন শ্বশুর খলিল। পরে রাজধানীর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী নারী।

২০২২ সালের ১ ফেব্রুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক খন্দকার মঞ্জুর রাহী। গত ১৬ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। এ মামলার বিচার প্রক্রিয়ায় সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cchn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন