চুয়াডাঙ্গার পর এবার চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বিয়েতে আসা বরযাত্রীদের মাংস কম দেওয়ায় বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
বর মো. শাহজাহান সাতকানিয়ার উপজেলার ছাদাহা ইউনিয়নে বাসিন্দা। কনের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর হলেও বেশ কিছুদিন ধরে চন্দনাইশ উপজেলায় বসবাস করেন।
জানা গেছে, বরপক্ষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাবার সরবরাহ করতে পারেনি কনেপক্ষ। বিষয়টি নিয়ে কনেপক্ষ আর বরপক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে থাকা সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। দুপুরে ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, মাংস কম দেওয়া নিয়ে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। এতে বাগবিতণ্ডা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে।
তিনি আরও বলেন, বিষয়টি এখনও মীমাংসা হয়নি। স্থানীয় চেয়ারম্যানকে আসতে বলা হয়েছে। তিনি বিষয়টির সমাধান করবেন। এখনও বরপক্ষ কনেকে তুলে নেয়নি বলেও জানান তিনি।
এদিকে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলে, বিয়ে বাড়িতে মাংস নিয়ে ভুল বুঝাবুঝি নিয়ে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কোনও পক্ষ অভিযোগ করেনি। হয়তো ঘটনাটি সমাধানের দিকে যাচ্ছে।
ছাদাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাদ হোসেন চৌধুরী বলেন, বিয়ে বাড়িতে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। এতে বরও আহত হয়। বিষয়টি সুরাহা করতে উভয় পক্ষকে নিয়ে বসেছি। সমাধান হলে বর কনেকে নিয়ে বাড়ি ফিরবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mvgs
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন