English

12 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
- Advertisement -

চরমপন্থী রানা হত্যার ঘটনায় বান্ধবী গ্রেপ্তার

- Advertisements -

ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগী (৩৮) খুনের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহত রানার বাবা তুষার কান্তি বৈরাগী অজ্ঞাতনামা আসামি করে মণিরামপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

পুলিশ রানার বান্ধবী ঝুমুর মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। থানার ওসি রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রানার বাবা বলছেন, বিউটি পার্লারের মেয়েটি ঘটনার কিছুক্ষণ আগে রানার সাথে বরফকলে এসে কথা বলে চলে যায়। এরপর মোটরসাইকেলে আসা দুটো ছেলে রানার সাথে এসে কথা বলে। এরপর রানা বরফকল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বিউটি পার্লারের দিকে গেলে খুনের ঘটনা ঘটে।

তিনি বলেন, আমার ছেলে বাগেরহাটের একটি সরকারি কলেজ থেকে ইংরেজিতে উচ্চতর ডিগ্রি নিয়ে ব্যবসার সাথে যুক্ত হয়।

সে কোনো রাজনীতি করতো না। রানার স্ত্রী সীমা বৈরাগী বলেন, আমার স্বামী প্রায় বলতো ঝামেলা চলছে। কপালিয়া বাজারে আগে আরও একটি বরফকল ছিল। আমার স্বামী বরফকল দেওয়ার পর সেই মালিক শত্রুতা শুরু করে।রানাকে মারতে সে লোকও ভাড়া করেছিল।

এদিকে, মঙ্গলবার দুপুরে রানার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

সোমবার সন্ধ্যায় রানাকে কপালিয়া বাজারে একটি গলিতে ডেকে দুর্বৃত্তরা হত্যা করে মোটরসাইকেলে পালিয়ে যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4xvf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন