English

29 C
Dhaka
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- Advertisement -

চাঁদপুর শহরের গাজী সড়কে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় আটক ২

- Advertisements -

চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে বৈদ্যুতিক মেইন লাইনের তার চুরির ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ।

সোমবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার নির্দেশে মডেল থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন। চিহ্নিত চোরদের পুলিশ আটক করায় এলাকার মানুষের মাঝে স্বস্তি নেমে আসে।

আটককৃতরা হলেনঃ শহরের নিউ ট্রাক রোড গাজী সড়ক এলাকার দেলায়ার হোসেন ঢালীর ছেলে শরীফ ঢালী (৩৩) ও একই এলাকার শামু গাজীর ছেলে জীবন আহমেদ (২২)।

জানা যায়, চাঁদপুর শহরের ট্রাকরোড গাজী সড়কে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেইন লাইনের প্রায় ২০ ফুট বিদ্যুতের তার চুরি করে নিয়ে যায় চোরচক্র। এছাড়া একই এলাকার আলম, শাহাবুদ্দিন বকাউল, নুপুর ও শফিউল্লাহ গাজীসহ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার নির্দেশে এএসআই মোঃ সুমনসহ সংঙ্গীয় সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ১২ অক্টোবর রোববার পুনঃরায় চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারসহ আবার কয়েকটি বাড়িতে চুরি হয়। পরে বিষয়টি আবার চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কে অবগত করলে সোমবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার নির্দেশে মডেল থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন। এসময় শরীফ ঢালী ও জীবন আহমেদ নামের ২ জনকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে বেড়েছে চোরের উপদ্রব। চোরচক্র বৈদ্যুতিক মেইন লাইনের তার চুরি করে, তা শহরের বিভিন্ন ভাংঙ্গারী দোকানে তার ও তারের তামা বিক্রি করে থাকে। এছাড়া এই এলাকার কয়েকটি বাড়িতে চুরির ঘটনাও ঘটে। আগে এই এলাকায় পুলিশ নিয়মিত টহল দেয়ায় চুরির ঘটনা কম হতো। বর্তমানে পুলিশ এই এলাকায় টহল কম দেয়ায় মাদক, চুরিসহ নানা অপকর্ম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উঠতি বয়সি কিশোর ও বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। দ্রুত অভিযানের মাধ্যমে ২ চোরকে আটক করায় চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়াকে ধন্যবাদ জানান স্থানীয়রা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yqqw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন