English

23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক

- Advertisements -

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ায় তার নিজ বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা-পুলিশ। আটক হওয়ার পর থেকে থানায় তার জিজ্ঞাসাবাদ চলছে।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান না করায় এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমতি প্রয়োজন হয়নি। তবে প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে।

এর আগে রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. এরশাদ হালিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌন হয়রানির অভিযোগ তোলেন। একই দিনে বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন তার ফেসবুক পোস্টে পরিচয় গোপন রেখে দুইজন ভুক্তভোগীর বক্তব্য প্রকাশ করেন।

অভিযোগ অনুযায়ী, অধ্যাপক এরশাদ হালিম তার বাসায় ডেকে এনে রুমের আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করে শিক্ষার্থীদের ওপর অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ ও চাপ সৃষ্টি করতেন। বেশ কয়েকজন ছাত্র জানান, পরীক্ষায় সহায়তার আশ্বাস দিয়ে তাকে বাসায় ডেকে শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণ করা হয়। ঘটনাগুলো গোপন রাখতে ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে।

এক ছাত্র জানান, ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং স্বাভাবিকভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। আরেক ছাত্র অভিযোগ করেন, পরীক্ষাসংক্রান্ত সহায়তার কথা বলে তাকে একাধিকবার বাসায় ডেকে নেওয়া হয় এবং একান্তে পেয়ে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শের চেষ্টা করা হয়।

একাধিক অভিযোগ সামনে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/iiwd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন