পেশায় তিনি ভিক্ষুক। মানুষের কাছে হাত পেতেই জীবন চলে তার। কিন্তু তিনিই হয়েছেন ছিনতাইয়ের শিকার। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের পৌর শহরে।
সোমবার (৪ আগস্ট) গফরগাঁও পৌর শহরের পাট মহল মোড় এলাকায় হওয়া এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, নারী ভিক্ষুক চিৎকার করছেন। তাকে ঘিরে রয়েছেন উৎসুক জনতা। অনেকে তাকে টাকা দিয়ে সান্তনা দেওয়ার চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ছিল গফরগাঁও পৌর শহরের সাপ্তাহিক হাটবার। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা গফরগাঁও বাজারে আসে। এদিন বিকালে পাট মহল মোড়ে ষাটোর্ধ্ব এক নারী ভিক্ষুক ভিক্ষা করছিলেন। এ সময় তার কাছে প্রায় এক হাজার টাকার মতো খুচরা নোট ছিল। হঠাৎ এক অজ্ঞাত যুবক তার কাছে এসে বলে, আপনার কাছে ভাংতি আছে, আমারে এক হাজার টাকার ভাংতি দেন। সরল বিশ্বাসে ভিক্ষুক নারী তার কাছে থাকা খুচরা টাকাগুলো বের করেন। তখনই ছিনতাইকারী সেগুলো নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
ঘটনার পর ওই নারী কান্নায় ভেঙে পড়েন এবং বিলাপ করে বলেন, ‘আল্লাহ, আল্লাহ গো! তুমি বিচার করো।’ স্থানীয়রা ছুটে এলেও ছিনতাইকারী ততক্ষণে পালিয়ে যায়।