জয়পুরহাটে ৬ কেজি গাঁজাসহ শাহনাজ পারভীন নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে জয়পুরহাট সদর উপজেলার বুলু পাড়া বামনকুন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহনাজ বেগম সদর উপজেলার বুলু পাড়া বামনকুন্ডা গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত শাহনাজ বেগম দীর্ঘদিন থেকে মাদক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার স্বামীও এই ব্যবসার সাথে জড়িত। তারা পাঁচবিবি সীমান্ত দিয়ে মাদক নিয়ে আসতো, এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় ব্যাগের মধ্যে রাখা ৬ কেজি গাঁজাসহ শাহনাজ বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/misj