গাজীপুরের টঙ্গী থেকে ৬ রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলবারসহ মো. রাকিব হাসান (৪০) নামের একজনকে আটক করেছে টঙ্গী পূর্বথানা পুলিশ।
আটককৃত মো. রাকিব হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের সূত্র ধরে টঙ্গী কালিগঞ্জ আঞ্চলিক সড়ক আমতলী মোড় এলাকায় টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে মো. রাকিব হাসানকে আটক করা হয়।
এ সময় তাকে তল্লাশি করে তার হেফাজতে থাকা অবস্থায় ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করে পুলিশ।
৬ রাউন্ড গুলি ও বিদেশি রিভলবারসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম আমাদের সময়কে জানান, এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।