কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়িতে এক তরুণীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যার এ ঘটনায় রবিবার সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চারজন হলো কোটবাড়ি পলিটেকনিকের ছাত্র মেহেদী হাসান নিরব, কোটবাড়ির গন্ধমতি গ্রামের তাজুল ইসলামের ছেলে হৃদয় হোসেন, একই গ্রামের সাবাস মিয়ার ছেলে ফয়সাল হোসেন ও সালমানপুরের কামাল হোসেনের ছেলে বিল্লাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কোটবাড়িতে একটি বাড়িতে ভাড়া থাকেন ওই তরুণী। শনিবার সন্ধ্যায় একদল তরুণ তাঁকে তুলে নিয়ে ধর্ষণ করে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, দুপুর থেকে বিকেল পর্যন্ত গন্ধমতি এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাদের আদালতে হাজির করা হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pc86
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন