বান্দরবানের থানচি উপজেলার বড়মদক এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন বিভাগ।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আলীকদমস্থ ৫৭ বিজিবি ব্যাটালিয়ন ও বন বিভাগের যৌথ অভিযানে মোট ৭১৬ টুকরো সেগুন গোলকাঠ জব্দ করা হয়।
থানচি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ইসরাফিল ইসলাম জানান, জব্দকৃত কাঠগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় মজুদ করে রাখা হয়েছিল। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দ করা সেগুন গোলকাঠের মোট পরিমাণ প্রায় ৪২২ দশমিক ০৩ ঘনফুট।
বন বিভাগ সূত্রে জানা গেছে, এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঠ আইনানুগ প্রক্রিয়ায় বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
