চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এক অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার র্যাব-৭ চট্টগ্রামের ডিএডি আবদুল মোতালেব নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন র্যাব সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সিরাজুল ইসলাম র্যাব কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানা গেছে, সোমবার বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল সলিমপুর এলাকায় অভিযানে যায়। এসময় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র্যাব কর্মকর্তা মোতালেব গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
