নওগাঁর ধামইরহাটে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ধর্ষণের শিকার হয়েছেন এক প্রতিবন্ধী গৃহবধূ। গত শনিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার উমার ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুলাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করে আজ সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহারের বরাত দিয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, প্রতিবন্ধী ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এ সময় আগে থেকেই ওৎপেতে থাকা মতিয়ার রহমানের ছেলে দুলাল হোসেন ওই নারীকে খড়ের গাদায় নিয়ে ধর্ষণ করেন। অনেকক্ষণ স্ত্রীকে ঘরে না পেয়ে তার স্বামী বাইরে হলে ধর্ষণের ঘটনা দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে দুলাল হোসেন আটক ও মারধর করে পুলিশে দেয়।
ওসি আবদুল মমিন আরও জানান, ঘটনার পরের দিন গতকাল রোববার রাতে নির্যাতিতার স্বামী ধামইরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার আদালতে পাঠিয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/n5dg
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন