নরসিংদীতে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে জরিনা বেগম (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত জরিনা বেগম ওই গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে চাচা শ্বশুর আসাদ মিয়ার সঙ্গে তার ভাতিজার স্ত্রী জরিনা বেগমের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত চাচা শ্বশুর গৃহবধূ জরিনাকে ছুরিকাঘাত করে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরিনাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত বলেন, ‘খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আসাদ মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন