English

27.1 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

নারায়ণগঞ্জে ভেজাল জুস তৈরির কারখানা মালিকের জরিমানা

- Advertisements -

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেজাল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব। রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী পুর্বপাড়া এলাকায় মঞ্জুর ফুড প্রোডাক্টে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কারখানা মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ২৬ হাজার লিটার জুস ধ্বংস করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ও র‌্যাব-১১ এর এএসপি মো. খলিলুর রহমান।

অভিযান প্রসঙ্গে মো. সেলিমুজ্জামান বলেন, অবৈধ প্রক্রিয়ায় জুস তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে দুই ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ২৬ হাজার লিটার জুস ধ্বংস করা হয়। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8g9n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন