নারায়ণগঞ্জের বন্দরে ৫৮ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বন্দরের লাঙ্গলবন্দ যোগীপাড়া এলাকায় কবির হোসেন (৩৩) নামে এক যুবক বিধবা ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
এ ঘটনায় মামলা করা হয়েছে। বন্দর থানার এসআই ফয়সাল আলম জানান, মঙ্গলবার রাতে বন্দরের লাঙ্গলবন্দ যোগীপাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে কবির হোসেন লাঙ্গলবন্দ ডাকবাংলো সংলগ্ন দেলোয়ার হোসেনের দোকানের পাশে নিয়ে বিধবাকে ধর্ষণ করেন।
তিনি বলেন, ধর্ষণের শিকার বিধবা মামলা করেছেন।অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
