English

31 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫
- Advertisement -

নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

- Advertisements -

টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— ভূঞাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খন্দকার আমিনুল ইসলাম (৫২) এবং তার ছেলে খন্দকার ফরহাদ হোসাইন (৩০)। ফরহাদ ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি পদে রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্রজনতার মিছিলে খন্দকার আমিনুল ইসলামসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ লোক ছাত্রজনতার উপর হামলা চালায়।

এতে বেশ কয়েকজন আহত হয়। আওয়ামী লীগ সরকারের আমলে আমিনুল দলীয় প্রভাব খাটিয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজি করতো বলে জানা গেছে।

অপরদিকে ফরহাদ গত ৪ আগষ্ট দুপুর আড়াইটার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার ওপর দেশীয় অস্ত্র হাতে হামলা চালায়।

ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম বলেন, ‘ওই বাবা-ছেলেকে পৃথক দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে। আমিনুল ইসলামকে মধুপুর থানায় ও ফরহাদকে মির্জাপুর থানায় পাঠানো হয়েছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন