English

31.3 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর হামলা, আহত ২

- Advertisements -

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একদল টহল পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক পরিদর্শক ও এক উপ-পরিদর্শক আহত হয়েছেন। তাদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন- পরিদর্শক নিরু মিয়া (৪৫), ও উপ-পরিদর্শক জুয়েল রানা (৩০)। নিরু মিয়ার মাথায় ও জুয়েল রানার গলায় ছুরিকাঘাত করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের দুজনকে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এখান থেকে পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
দুজনকে হাসপাতালে নিয়ে আসা কনস্টেবল শাকিল বলেন, বন্দর উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে টহলরত পুলিশের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় পরিদর্শক নিরুর মাথায় ও উপ-পরিদর্শক জুয়েল রানার গলায় ছুরিকাঘাত করা হয়। তাদের সঙ্গে থাকা দুটি পিস্তল ও দুটি ওয়াকিটকি নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জের বন্দর থেকে দুজন পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হয়ে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের মাথায় আঘাত ও অন্যজনের গলায় ছুরিকাঘাত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rvsc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন