নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ববিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নেত্রকোনা সদর মডেল থানার ওসি কাজী শানেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- দৌজাহান মেম্বার (৫৫), নূর মোহাম্মদ (২৮) এবং রফিক। তাদের মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।