English

25.2 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

পাইপলাইনের ওপর ‘ঘর তুলে’ পেট্রোলিয়াম করপোরেশনের তেল চুরি

- Advertisements -

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিরফকির হাট এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন কেটে তেল চুরি করছিল একটি চক্র। বৃহস্পতিবার পাইপ ফেটে তেল আশপাশে ছড়িয়ে পড়ার পর পুলিশ ও বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল থেকে মাটির নিচে থাকা পাইপলাইন থেকে তেল অনবরত বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নজরে আসে। পাইপলাইনের পাশে একটি অস্থায়ী ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে তেল চুরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘বিপিসির কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার লোকজন ঘটনাস্থলে রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ মেরামত করে তেল বের হওয়া বন্ধ করতে পেরেছেন। পাইপ ফেটে আশপাশে তেল ছড়িয়ে না পড়লে বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ পেত না।’

তিনি আরও জানান,‘অস্থায়ী ঘরটির মালিক ও ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন,‘জায়গার মালিক নূরজাহানকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হয়েছে। বিপিসি এখনও এজাহার দাখিল করেনি। তবে মূল হোতাদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r2xs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন