English

32.3 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
- Advertisement -

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার

- Advertisements -

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিদেশ থেকে ফেরত আনা প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ফজলুল হক (২৬) নামে এক কৃষককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। ফজলুল হক উপজেলার বড়চাপড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের এক নারী (৩৩) ২০২২ সালে জীবিকার তাগিদে জর্ডানে যান। সেখানে মোবাইল ফোনের মাধ্যমে ফজলুল হকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফজলুল হক ওই নারীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেন।

২০২৫ সালের ১ আগস্ট প্রেমিকা জর্ডান থেকে দেশে ফিরে নিজ বাড়িতে অবস্থান করলে ফজলুল হকের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।

এরপর রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রেমিকাকে নান্দিয়ারপাড়া গ্রামে তার চাচাতো বোনের বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করেন। প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে ফজলুল পালানোর চেষ্টা করেন।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় প্রেমিকা ফজলুলকে আটক করে থানায় সোপর্দ করেন। ভুক্তভোগী ওই নারী সোমবার দুপুরে ফজলুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, বিদেশ ফেরত এক নারীর ধর্ষণ মামলায় ফজলুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b95e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন