নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম নাজির হোসেন ইমরান। শনিবার সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৩ অক্টোবর) র্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
তিনি বলেন, কুমিল্লা পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে হিন্দু সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নাজির হোসেন ইমরান।
তিনি আরো জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ys3d
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন