পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে পোস্ট করার অভিযোগে মাহাবুব আলম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, আটক মাহাবুব একই এলাকার আসির উদ্দীনের ছেলে। লোকমান শেখ নামের এক ব্যক্তি বাদী হয়ে আজ বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনে দেবীগঞ্জ থানায় মামলা দাযের করে। এদিকে বিকেলে দেবীগঞ্জে মাহাবুবের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করে পোস্ট করার অভিযোগে মাহাবুবের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি থানা হাজতে রয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/leko
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন