গোলাম রব্বানী শিপন: দেশজুড়ে আলোচিত বগুড়ার শিবগঞ্জে হাতকড়াসহ পালানো আওয়ামী লীগ নেতা ও (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান) রিজ্জাকুল রহমান রাজু যেভাবে গ্রেপ্তার হলেন। বগুড়া র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর (র্যাব-১২) ও সিপিসি-২ সাভার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে সরকারী কাজে বাধা প্রদান ও পুলিশ আক্রমণ মামলার এজাহার ভুক্ত ১নং পলাতক আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
র্যাব সূত্রে গ্রেপ্তার ও মামলার বিবরণে জানা যায়, উল্লেখ্য গত ৪-১০-২০২৫ ইং তারিখ অনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নাশকতা ও বিস্ফোরক একাধিক মামলার এজাহার ভুক্ত ১নং পলাতক আসামী মোঃ রিজ্জাকুল রহমান (ওরফে) রাজু (৪৬) শিবগঞ্জ উপজেলার চকভোলা খাঁ এলাকায় তার মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন৷ এ খবর পেয়ে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মামুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ‘জুলাই বিপ্লব’ মামলার এজাহারভুক্ত আসামী রাজুকে গ্রেপ্তার করে। এসময় তাকে হ্যান্ডকাপ পড়িয়ে থানায় নেওয়ার সময়, হঠাৎ করে এলাকায় উত্তেজিত হয়ে ওঠে তার স্বজন ও নেতাকর্মীরা। পরে তারা পুলিশের পথ আটকে রাজুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
একপর্যায়ে রাজুকে মোটরসাইকেল যোগে থানায় নিয়ে আসার সময় তার চিৎকার ও চেঁচামেচিতে অজ্ঞাতনামা ১৫০/২০০ জন পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতার দলবদ্ধ হয়ে, উত্তেজিত মব সৃষ্টি করে পুলিশের উপর আক্রমন ও সরকারী কাজে বাধাপ্রদান করেন।
তারা সেখান থেকে রিজ্জাকুল রহমান রাজুকে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে, পুলিশ উত্তেজিত মব কে বাধা দেন। এসময় আসামী রাজুর হুকুমে এজাহার নামীয় ও অন্যান্য অজ্ঞাতনামা আসামীগণ পুলিশকে এলোপাথারি মারপিট করে। অতঃপর তারা রাজুর হাতে পরিহিত সরকারী হ্যান্ডকাপসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনা মোবাইল ফোনে অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানাকে অবহিত করলে সেখানে অতিরিক্ত ফোর্সসহ ঘটনা স্থলে পৌঁছে আক্রান্ত পুলিশ সদস্যগনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য নেওয়া হয়। উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে পরস্পর যোগসাজসে আসামীকে ছিনিয়ে নিয়ে সরকারী কাজে বাধাদান- মারপিট করে গুরুতর জখম করার অপরাধে শিবগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি,
ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত আসামী ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অবস্থান করছেন। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, অধিনায়ক এর দিকনির্দেশনায় গত ২৯ অক্টোবর বগুড়া, র্যাব-১২ এবং, সিপিসি-২ সাভার, র্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর এলাকায় নিখুঁত অভিযান পরিচালনায় যৌথ আভিযানিক দল কর্তৃক এ মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী রিজ্জাকুল রহমান রাজু (৪৬) (সাবেক ভাইস চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা) কে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
