বগুড়ার বহিষ্কৃত যুবলীগ ও শ্রমিক লীগ নেতা মতিন-তুফানের ভাই জুলাই আন্দোলনে হত্যাসহ ১০ মামলার আসামি ঝুমুর সরকারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) দুপুরে ডিবি ওসি ইকবাল বাহার এ তথ্য দিয়েছেন।
ডিবি পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে তাকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়া শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ঝুমুর সরকার চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে।
তিনি আলোচিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী যুবলীগ ও শ্রমিক লীগ থেকে বহিষ্কৃত আবদুল মতিন সরকার ও তুফান সরকারের ভাই। ঝুমুর সরাসরি রাজনীতিতে না জড়ালেও সন্ত্রাসী হিসেবে আলোচিত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট দুপুরের শহরের বড়গোলা ট্রাফিক মোড়ে মিছিলে হামলা চালানো হয়। এ সময় ককটেল ও পেট্রলবোমার বিস্ফোরণ এবং পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলিবর্ষণ করা হয়।
তখন সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি পূর্বপাড়ার রিকশা চালক আবদুল মান্নান (৭২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ব্যাপারে নিহতের ছেলে রানা হামিদ ১১ সেপ্টেম্বর সদর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২২ জনের নাম উল্লেখ করে ৪২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এ মামলায় সন্ত্রাসী ঝুমুর সরকার অন্যতম আসামি। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ বিভিন্ন ধারায় ১০টি মামলা রয়েছে।
বগুড়ার ডিবি ওসি ইকবাল বাহার জানান, শুক্রবার রাত ২টার দিকে ঝুমুর সরকারকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বড় দাড়ি রেখে আত্মগোপনে ছিলেন। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।