বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আবহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল পরিচালিত ইসলামী হাসপাতাল থেকে নার্স সুলতানা আক্তার রিপাকে (২৭) ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বেসরকারি ওই হাসপাতালের দ্বিতীয় তলা থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সুলতানা আক্তার রিপা বগুড়া সদরের চাঁদমুহা গ্রামের রুহুল আমিন রবিনের স্ত্রী। সুলতানা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নার্সিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে ইসলামী হাসপাতালে নার্সের চাকরি করছিলেন।
বগুড়ার ডিবি পুলিশের কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই ফিরোজ ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার রাতে শহরের মফিজ পাগলার মোড়ে অবস্থিত বেসরকারি ইসলামী হাসপাতালে অভিযান পরিচালনা করে। এ সময় ওই হাসপাতালের দ্বিতীয় তলায় ওই নার্সের অ্যাপ্রোনের পকেট থেকে ১০০ পিস ইয়াবাসহ সুলতানা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, সুলতানা আক্তারের স্বামী রুহুল আমিন রবিন একজন মাদক ব্যবসায়ী। তিনি সম্প্রতি মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন। তবে সুলতানা তার স্বামীর মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ইসলামী হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।
সুলতানা আক্তারকে ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বগুড়ার বেসরকারি ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান জুয়েল জানান, নার্স সুলতানাকে চাকরি থেকে বহিস্কার করা হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, বগুড়ায় এই প্রথম কোনো হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্সকে গ্রেপ্তার করা হলো। তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। বর্তমানে তিনি মাদকের মামলায় জেল হাজতে রয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় নার্স সুলতানার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/phrz
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন