English

25 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫
- Advertisement -

বরিশালে জাটকা অভিযানে হামলা, আটক ৫

- Advertisements -

জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানের দিনে অবৈধ জাটকা ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছে মৎস্য অধিদপ্তরের অভিযানিক দলের আনসার সদস্য।

Advertisements

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে কালাবদর ও গজারিয়া নদীর মিলনস্থলে এ হামলা হয়। পরে অভিযানিক দল ১৪ মন জাটকাসহ ৫ অবৈধ জাটকা ব্যবসায়ীকে আটক করে। এ ঘটনায় বরিশালের কাজীরহাট থানায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

আহত আনসার সদস্য হলেন মো. সাইফুল ইসলাম। তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটক জাটকা ব্যবসায়ীরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের ফুলচড়ি গ্রামের আ. বারেক হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম, চরলতা গ্রামের হাশেম বেপারী ছেলে আবুল কালাম, দড়িরচর খাজুরিয়া গ্রামের মো. নাঈম, একই গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে আজিজুল ইসলাম এবং চরহোগলা গ্রামের  কামাল ফরাজীর ছেলে শাহীন ফরাজী।

Advertisements

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, জাটকা রক্ষায় আনসার সদস্যদের নিয়ে টহল দিচ্ছিলো মৎস্য দপ্তরের দল। ভোর ৫টার দিকে দুই নদীর মোহনায় বাখরজা লালবয়া ও মালদ্বীপ চরের মাঝামাঝি এলাকা দিয়ে একটি ট্রলার যাচ্ছিল। এ সময় তাকে থামানোর সংকেত দেয়া হয়। তখন তারা টহল দেয়া দলের উপর হামলা করে। এতে আনসার সদস্য সাইফুল আহত হয়। আহত আনসার সদস্যকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর ১৪টি ড্রামে ভর্তি ১৪ মন জাটকাসহ ৫ ব্যবসায়ীকে আটক করা হয়।

মৎস্য কর্মকর্তা জানান, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করার জন্য কাজীর হাট থানায় অভিযোগ দিয়েছেন।

কাজীরহাট থানার ওসি মিজানুর রহমান জানান, মৎস্য কর্মকর্তার অভিযোগ পেয়েছি। অভিযোগ মামলা হিসেবে রুজু করা হবে। আটকদের ওই মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন