English

19 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
- Advertisement -

বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, নারী গ্রেফতার

- Advertisements -

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণিতে পড়ুয়া দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। পরে ধর্ষণে সহায়তার অভিযোগে অভিযুক্তের মা মোসা. নুরজাহান বেগমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত অনিক (২০) পালাতক রয়েছেন। অভিযুক্ত অনিক উপজেলার চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ওই দুই বান্ধবী মাদরসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়িতে ফেরেনি। পরদিন শুক্রবার দুই তরুণীর পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।

পুলিশ ও ভুক্তভোগী দুই তরুণীর ভাষ্যমতে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত অনিক তার এক বান্ধবীকে বাসায় ডাকে। ওই বান্ধবী তার অপর বান্ধবীকে নিয়ে অনিকের বাসায় যায়। পালাক্রমে ওই দুই বান্ধবীকে ধর্ষণ করেন অনিক। একপর্যায়ে এক তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার দিনভর ওই দুই তরুণী অনিকের বাড়িতে অবস্থান করে। পরদিন শুক্রবার রাতে তারা বাড়ি ফিরে যায়।

তারা জানায়, ঘটনার সময় অভিযুক্ত অনিকের মা বাড়িতে থাকলেও কোনো প্রতিবাদ করেননি। উল্টো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। পুরো বিষয়টি জেনে শনিবার সন্ধ্যায় এক তরুণীর মা দুইজনকে আসামি করে বাউফল থানায় ধর্ষণ মামলা করেন।

এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) অতিকুল ইসলাম বলেন, দুই কিশোরীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী এক কিশোরীর মা, এতে করে ধর্ষণকারী অনিকের মা নুর জাহান বেগমকে ধর্ষণে সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3tte
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন