রংপুরের বদরগঞ্জে বাড়ির পেছনে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন বাবু (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে এলাকাবাসীর সহায়তায় বদরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ মধুপুর ইউনিয়নের বুয়ারপাড়া মোস্তফা কামালের বাড়িসংলগ্ন বাঁশবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুমন বাবু উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর নওপাড়া গ্রামের বাসিন্দা। সুমন বাবু রাজারামপুর নয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, গত শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বাড়ির পেছনে ডেকে নিয়ে লেবু গাছের পাশে শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই রাতে বদরগঞ্জ থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, অভিযুক্ত সুমন বাবুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
