English

24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

বাড়ির ছাদে গাঁজার চারা, চাষি আটক

- Advertisements -

ফেনীর দাগনভূঞা থেকে ১৯০টি গাঁজা গাছের চারাসহ জাফর ইমাম (৪৫) নামের এক চাষিকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ মার্চ) উপজেলার রাজাপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছু দিন আগে রাজাপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামে আবদুল মান্নানের ছেলে জাফর ইমাম তার বাড়ির ছাদে নিষিদ্ধ গাঁজা চাষ করছেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে পুলিশ গাঁজার চারাসহ জাফর ইমামকে আটক করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ওই গ্রামের আবদুল করিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় গাঁজা চাষি জাফর ইমামকে আটক করে তার ঘরের ছাদে লাগানো ১৯০টি গাঁজা গাছের চারা উদ্ধার করা হয়।’

দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, ‘গাঁজা চাষ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। কেউ ইচ্ছা করলেই গাঁজা চাষ করতে পারবেন না। যদি কেউ গাঁজা চাষ করে তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন