চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৩১ ডিসেম্বর) র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রামের আনোয়ারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আরিফ আনোয়ারা (২৬) উপজেলার সরকার হাট এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গত ১৭ ডিসেম্বর দুপুরে ২টার দিকে সাতকানিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভুক্তভোগী ছাত্রী স্কুলে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে ফেরার সময় ভুক্তভোগীকে বিদ্যালয়ের টয়লেটের পেছনের পরিত্যক্ত স্থানে ধর্ষণ করে আরিফ। এ সময় চিৎকার করলে তাকে মেরে ফেলার হুমকি দেয় আরিফ। পরে কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।
নুরুল আবছার জানান, ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তার মাকে বিষয়টি জানান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তৎক্ষণাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে ভর্তি করে।