প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে ঘরে ঢুকে এক নারীকে (২০) ধর্ষণের মামলায় মিনু সরকার (২২) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) সকাল ৮টা দিকে বগুড়ার ধুনট উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মিনু সরকার ওই উপজেলার আবুল কালাম সরকারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, কাঠমিস্ত্রি মিনু সরকার প্রায় ৩ মাস আগে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এ বিষয়টি মিনু সরকারের মা-বাবাকে জানিয়েও কোনো কাজ হয়নি। এ অবস্থায় ওই দিনই ভুক্তভোগী প্রেমিকা বাদী হয়ে মিনু সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে ১২ জুলাই থানায় ধর্ষণ মামলা রেকর্ড করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।