গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বোরকার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি সবুজ রঙের নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।
যাত্রীবেশে থাকা দুই নারীর দেহ তল্লাশিকালে তাদের পেটে স্কচটেপ দিয়ে শক্ত করে বাঁধা অবস্থায় ৫০ বোতল (প্রতিটি ১০০ মিলিলিটার) কোডিন ফসফেটযুক্ত ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তার দুই নারী হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার চেলোপাড়া গ্রামের রেহান ইসলামের স্ত্রী বেলি আক্তার (২৪) এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কর্ণপুর বাগীচাটারী গ্রামের আকতার হোসেনের স্ত্রী সায়না বেগম (৩২)।
তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে গাইবান্ধা আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
