বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডারে লুকানো ২১৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার দিনগত রাত একটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী জি এস পরিবহন থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাগরোম গ্রামের মৃত চাহার উদ্দিন মন্ডলের ছেলে উকিল উদ্দিন (৩০) ও ফজলুল হকের ছেলে সাজিদ হোসেন (৩৫) এবং দাঁইড়পাড়া গ্রামের আলম শেখের ছেলে রাজন শেখ (৩২)।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত একটায় মানিকপুর এলাকায় জি এস পরিবহন বাসে অভিযান চালানো হয়।
এ সময় বাসের ভেতরে গ্যাস সিলিন্ডারের অভিনব পন্থায় লুকিয়ে রাখা ২১৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। শনিবার তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3z1b
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন