English

28.9 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

ভাঙ্গায় সহিংসতায় আরও এক মামলার প্রধান আসামি নিক্সন চৌধুরী

- Advertisements -

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ সেপ্টেম্বরের সহিংসতার ঘটনায় আরও এক মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে।

১৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে মামলা দায়ের করেন ভাঙ্গা উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সৌমেন্দ্র নাথ সরকার।

মামলায় নাম উল্লেখ করা হয়েছে মোট ২৭ জনের, পাশাপাশি আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়াম, উপজেলা কৃষি অফিসসহ বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও তছনছ করা হয়। এছাড়া একাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন।

এর আগে ১৬ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায়ও প্রধান আসামি করা হয়েছিল মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে।

এ নিয়ে ভাঙ্গার সহিংসতায় মোট তিনটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরীকে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্ত মেনে নিতে পারেনি স্থানীয় বাসিন্দারা।

৬ সেপ্টেম্বর থেকে তারা ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে সারাদিন যান চলাচল বন্ধ থাকে। পরবর্তী দিনগুলোতেও অবরোধ কর্মসূচি চলতে থাকে। অবশেষে ১৫ সেপ্টেম্বর দুপুরে বিক্ষোভকারীরা ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা ও ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালায়। এতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ek10
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন