English

25.8 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
- Advertisement -

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কিশোর নিহত

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ কিশোর নিহত হয়েছে । নিহতের নাম আনন্দ। সে কমলপুর গাছতলা ঘাট এলাকার তাহের মিয়ার পুত্র । সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছে ১০ জন।

এ সময় সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও ট্রাফিক পুলিশ বক্সে হামলা করা হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নেন। এরমধ্যে গুরুতর আহত আনন্দ কে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।

জানাযায়, শুক্রবার রাতে পৌর শহরের আলিম সরকারের বাড়ির রুজেনের লোকজন ও আড়াই বেপারির বাড়ির ভুবন মিয়ার লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানী ঘটনার সত্যতা স্বীকার করে ১ জন নিহত হয়েছে বলে জানান তবে এ ঘটনায় থানায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zq4v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন