নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কালিকাপুর গ্রামের মৃত মফিজ উল্যাহর ছেলে আনোয়ারুল ইসলাম (২৯), আলীপুরের মৃত আবুল খায়েরের ছেলে আবু তালেব (৪৭) ও হাজীপুরের মৃত সৈয়দ আহম্মদের ছেলে মো. ফরহাদ (২৭)।
রোববার (২৪ অক্টোবর) বিকেলে তাদেরকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এ নিয়ে বেগমগঞ্জে হামলার ঘটনায় ১২৬ জনকে আটক করা হলো। গত ১৫ অক্টোবর হামলার ঘটনায় বেগমগঞ্জ থানায় ১০টি মামলা দায়ের করা হয়।
সন্ধ্যায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।
ওসি বলেন, ‘শনিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7qg8
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন