সিলেটে মধ্যরাতে র্যাবের হাতে অটক হয়েছেন দুই নাইজেরিয়ান নাগরিক। শনিবার দিবাগত ২২ নভেম্বর মধ্যরাতে সিলেট শহরতলির বটেশ্বর থেকে তাদের গ্রেফতার করে র্যাব। র্যাব জনায় সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলো নাইজেরিয়ান দুই নাগরিক।
শনিবার দিবাগত রাত ১টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয় (র্যাব)-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল সিলেট শহরতলির শাহপরাণ থানাধীন বটেশ্বর বাজার থেকে বাজার প্রাপ্তবয়স্ক নাইজেরিয়ান দুই নাগরিককে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ভূয়া ভিসাধারী একটি পাসপোর্ট, ১টি বিমান টিকেট, ড্রাইভিং লাইসেন্স ১টি, ৪৩২০ টাকার ভারতীয় রুপি, ১৩০০ বাংলাদেশি টাকা, ২টি মোবাইল ও ২টি সিম উদ্ধার করে র্যাব।
বিষয়ে র্যাব-৯ এর অপারেশন কামান্ডার মো. কামরুজ্জামান জানান, আটক দুই নাইজেরিয়ান নাগরিককে ‘ফরেনার অ্যাক্ট’ আইনে মামলা দায়েরপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে তারা কী উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলো তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়নি বলে জানায় র্যাব।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mfvw
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন