English

27.6 C
Dhaka
রবিবার, আগস্ট ২৪, ২০২৫
- Advertisement -

মহেশখালীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

- Advertisements -

কক্সবাজারের মহেশখালীতে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কালারমারছড়া বাজারের দক্ষিণে বাঁশডোয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার হয়। এর আগে গতকাল শনিবার রাতে একই এলাকায় তার একটি চিংড়ির ঘেরে হামলা করে তাকে অপহরণ করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম তোফায়েল আহমেদ। তিনি উপজেলার কালারমারছড়ার মো. শাহ ঘোনা গ্রামের ছিদ্দিক আহমেদের ছেলে। তাকে খুনের পাশাপাশি হামলা চালিয়ে তার চিংড়ি ঘেরের মাছও লুটপাট করার অভিযোগ উঠেছে।

নিহতের বড় ভাই সরওয়ার আজম ছিদ্দিকী জানিয়েছেন, গতকাল রাতে স্থানীয় কিছু দুর্বৃত্ত তোফায়েলের চিংড়ি ঘেরে হামলা চালায়। এ সময় চিংড়ি ঘেরে নিয়োজিত শ্রমিকদের মারধর করে কয়েক লাখ টাকার মাছ লুট করা হয়। একপর্যায়ে তাঁর ভাই তোফায়েলকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে তোফায়েলকে হত্যা করা হয়েছে। পরে ভোরে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তিনি এজন্য পাহাড়ে অবস্থানরত একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীকে দায়ী করছেন।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/aog6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন