মাগুরায় গরু চোরের হাতে সাজ্জাদ লস্কর (৩০) নামের এক গরুর মালিক যুবক নিহত হয়েছে। রোববার ভোর রাতে শালিখা উপজেলা পুকুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সাজ্জাদ একই গ্রামের সাহেব লস্করের ছেলে। নিহতের ভাই সায়েদ লস্কর বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৬-৭জন লোক তাদের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। এ সময় সাজ্জাদ দেখতে পেয়ে জোরে চিৎকার দেয়।
পরে দুইটি মোটরসাইলে কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই ট্রাকে ধাওয়া করে। কিছু দূর যাওয়ার পর ট্রাকটি আসবা বরুইচারা এলাকায় পৌছে বালুতে আটকে যায়। এ সময় সাজ্জাদ লস্করের সাথে চোর সদস্যদের হাতাহাতি হয়। এর এক পর্যায়ে চোরেরা তাকে কুপিয়ে হত্যা করে গরুগুলো নিয়ে পালিয়ে যায়।
সাজ্জাদ কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন সময় ধান ও পাটের কাজ করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শালিখা থানার ওসি তারক বিশ্বাস হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়ছে। গরু চোরদের আটকের জন্য অভিযান অভ্যাহত রয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5bnh
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন