English

29.6 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫
- Advertisement -

মাদকাসক্ত যুবকের অস্ত্রের আঘাতে মা ও ভাই জখম

- Advertisements -

মাগুরায় মাদকাসক্ত যুবকের ধারালো অস্ত্রের আঘাতে মা ও ছোট ভাই গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রবিবার ভোরে সদর উপজেলার ইছাখাদা এলাকায় এ ঘটনা ঘটেছে।

হাসপাতালে চিকিৎসাধিন ছোট ভাই মিজান খান জানান, তার বড় ভাই আকিদুল খান (৪৫) একজন মাদকাসক্ত। পিতা মোমরেজ খানের মৃত্যুর পর তার ভাগের সম্পত্তি বিক্রি করে মাদকের পিছনে খরচ করেছে। এখন তার বিক্রি করার মতো কিছু নেই। যে কারণে নেশার টাকা জোগাড়ের জন্য প্রতিনিয়ত মাকে অত্যাচার করে আসছে। সবশেষ গত শনিবার নেশার টাকা জোগাড়ের জন্য মায়ের নামে জমি বিক্রি করার জন্য চাপাচাপি করে। এতে মা রাজি না হওয়ায় দুপুরে বড় ভাই আকিদুল খান মাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় প্রতিবেশিরা মাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। এ খবর পেয়ে আমি ও আমার মেজো ভাই ঢাকা থেকে চলে আসি এবং দুই বোন বাড়িতে আসে। বিষয়টি নিয়ে বড় ভাইয়ের সাথে কথা বলার জন্য অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ রবিবার ভোরে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় আমার স্ত্রী নামাজের জন্য ওজু করতে বাইরে বের হলে এই সুযোগে বড় ভাই ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। আমি ঘুমিয়ে থাকায় সুযোগ পেয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার মাথা ও বুকের ডান পাশে আঘাত করে পালিয়ে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা আমাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। তিনি এ বিষয়ে মামলা করবেন বলেন জানিয়েছেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o2cl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বাবা হারালেন আতিফ আসলাম

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন