English

32.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

- Advertisements -

মাদক কেনার জন্য টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে। এ ঘটনায় ছেলে কাউছার হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ। নিহতের নাম কিরণ বেগম (৪৭)।

রোববার (১৪ জানুয়ারি) রাত ৭টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের আব্দুল গণি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ৯টার দিকে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার ও ঘাতককে আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাউছার মাদকসেবী। মাদক থেকে ফিরে আসতে তাকে রিহ্যাবেও রাখা হয়েছিল। কিন্তু তাতে কিছু হয়নি। কোনো কাজও করতেন না। মাদকের টাকার জন্য প্রায়ই তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন।

ঘটনার সময়ও মাদকের টাকার জন্য কাউছার তার মা কিরণ বেগমের সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে মাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তিনি।

ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলো না। পরে কাউছার বাড়ির সামনের রাস্তায় গিয়ে সবাইকে বলে তার মাকে কে বা কারা কুপিয়ে রেখে গেছে। সন্দেহজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে লোকজন তাকে আটক করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। স্থানীয়দের সহযোগিতায় ঘাতককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l739
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন