খুলনায় বহুল আলোচিত-সমালোচিত আওয়ামী লীগের যুব মহিলা লীগের নেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা ওরফে নাসরিন পারভেজ তন্দ্রা অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৬ মে) কেএমপির গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিমান বন্দর থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক বলেন, ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে বিমানবন্দর থানা হেফাজতে রেখেছে। পরে ইমিগ্রেশন থানা আইনগত ব্যবস্থা নেবে।
পুলিশের অপর একটি সূত্র জানায়, তন্দ্রা মালয়েশিয়া থেকে বিমানযোগে ঢাকায় অবতরণ করেন। আগামী ২৮ মে চট্টগ্রাম থেকে তন্দ্রার ইটালিয়ান ভিসা সংগ্রহ করার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির গোয়েন্দা পুলিশ বিষয়টি ঢাকার বিমান বন্দর থানাকে অবহিত করলে বিমানে নামার সাথে সাথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তন্দ্রাকে খুলনায় আনার প্রস্তুতি চলছে বলেও নগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়।অনুসন্ধানে জানা যায়, এক সময় এনজিও কর্মী ছিলেন তন্দ্রা। পতিত সরকারের আমলে নানা কৌশলে কোটি কোটি টাকা মালিক হয়েছেন। নাসরিন পারভেজ তন্দ্রা নতুন পাপিয়া হিসেবে পরিচিত ছিলেন খুলনায়। খুলনা, গোপালগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে কিনেছেন জমি।খুলনা সোনাডাঙ্গা থানাধীন বয়রায় নির্মাণ করেছেন আলিশান বাড়ি। এ ছাড়া রায়ের মহলে কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি প্লট রয়েছে। রয়েছে তিনটি দামি ব্র্যান্ডের গাড়িও। গত বছরের (২০২৪) ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তার বাড়িততে হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
খুলনা নগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, খুলনা সদর থানার একটি মামলার সন্দিগ্ধ আসামি তন্দ্রা।
সেই মামলায়ই তাকে খুলনা এনে চালান দেওয়া হবে।